হবিগঞ্জে সাংবাদিকসহ ১১৭ জনের করোনা আক্রান্ত

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ 548 views
শেয়ার করুন
হবিগঞ্জে এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিমসহ নতুন করে আরো ১১৭ জনের নমুনা পরীক্ষার পর সবার কোভিড-১৯ পজিটিভ এসেছে।
 
বর্তমানে হবিগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৭২২ জন এবং মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন মোট ২১৮ জন।বুধবার (১ জুলাই) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন ।
 
নতুন আক্রান্ত ৫৯ জনের সকলেই হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জ থেকে করোনা পরীক্ষার জন্য মোট নমুনা পাঠানো হয়েছে ৭৩৪৯টি, রিপোর্ট এসেছে ৬১৪৫। বাকী আছে আরও ১২০৪ টি রিপোর্ট। এদের মাঝে মোট ৭২২ জনের করোনা সনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরে ৫৯, মাধবপুর ১৭, চুনারুঘাট ১৬, নবীগঞ্জ ১৫, বাহুবল ৯, বানিয়াচং ১ জন।